লাবিব মাহফুজ
চিরদিন আমায় আমি
রাখলাম ভুলিয়ে কোথায়,
হেথা যে মোর সবাই তো পর
অন্ধ আঁখি আধার মায়ায়।
আসি পরবাসে ভুলিলাম আপন
আপনার যে ধন তারে, ত্যাজিলাম অকারণ,
কলঙ্ক লয়ে বুকে, জ্বলিলাম ধুকে ধুকে
না হল জাগরণ সদা, কাল ঘুমময়।
এ প্রবাসে আপন বলতে ছিল যা আমার
ফেলে তারে অন্ধকূপে ধরিলাম আধার,
মিথ্যা কুহকে পড়ে, বুঝিলাম অন্তরে
বৃথা কাজে কেটে গেলো জিবন সময়।
কু-সঙ্গে মাতিয়া রহিলাম কু-কাজে
আঁখি খুলি দেখিলাম না, অমূল্য নিধি সাজে,
ঘুরিল আমার ধারে, রহিলাম দুচোখ ফিরে
অধম লাবিব কান্দে বেলা শেষে, কি হবে উপায়।
রচনাকাল – 23/01/2013