লাবিব মাহফুজ
বংশিধ্বনির সুরে মাখা তব নাম খানি
এ হৃদয় মাঝে যেন বাঁজে নিশিদিন,
হে অনন্ত রূপধারী, তব কৃপা বারি যেন
ঝড়িয়া পড়ে মোর শিরে সর্বক্ষন।
তব কৃপা অনুধা বিন্দু দানে মোরে করিও চয়ণ
প্রেমময় সে মুরতি যেনো সদা দেখে দুনয়ন।
তব প্রেম জোয়ারে ভেসে, প্রেমবহ্নির মাঝে মিশে
জ্বলিয়া তব সকাশে, হবে সিদ্ধ দগ্ধ প্রাণ।
আঁখি যুগল যেনো মোর সদা দিবস শর্বরী
হেরিয়ে তব রূপ প্রেমময়, হৃদয়খানি লয় ভরি।
তব প্রেমামৃত গাহনে, অমৃত সুধা নিরজনে
অধম লাবিবের আকুল পরাণে, লইও তব সিংহাসন।
রচনাকাল – 25/07/2013