লাবিব মাহফুজ
চিনে নে মন কোথা সে ধন
কোন রূপেতে বিরাজ করে,
হৃদে রেখে গুরু চরণ
ধরো তারে রূপ নিহারে।
মানুষে রয় মানুষ রতন, গুরুরূপে করো যতন
কেটে যাবে আধার নয়ন, পাবি নিধি চরাচরে।
গুরু চরণ বাঞ্ছা দিলে, যে রেখেছে হৃদ কমলে
দয়াল রূপের শরণ নিলে, ভয় রবে না পরপারে।
গুরু তত্ত্ব সত্য জেনে, বাঁধো ঐ রূপ দুই নয়নে
বরজখ নিরিখ ধ্যান সাধনে, রেখো দয়াল লাবিবেরে।
রচনাকাল – 06/09/2018