লাবিব মাহফুজ
প্রাণে মোর বিরহ ব্যাথা মাশুকরে
মনে তোর কত স্মৃতি গাথা,
অভাগার সারাটা জিবন, না হলো আত্মজাগরণ
এসে যাবে চির কালশমন, তবু মজিলোনা প্রেমে মন
কেন অযথা!
অরবিন্দ প্রেমে মনে লাগে যে দোলা
রাধারও মন নব প্রেম করে খেলা,
যুগলও নয়নে যার, রূপ মাধূরী অপার
মধূর ও সম্ভাষনে কানে বলে যে কথা।
এত প্রেম এতো ভাব উচ্ছাসে মন
মহাকালের ধাধা, বক্ষে জাগে শিহরণ,
অন্ধ বিবেকে, ফেলে মায়া কুহকে
হরিল সাধনার ধন, দুরাশা মিথ্যা।
জন্ম জন্মান্তরের ভব লিলা মাঝে
ডুবিল আধারে মন পঙ্কিল মায়া সাঝে,
হা হুতাশে মন, অধম লাবিবের জিবন
প্রেমহীন অভিনয়ে, যবনিকা ব্যাথা।
রচনাকাল – 11/09/2013