সংগীত – পূর্ব পশ্চিমে নাইরে মাবুদ

লাবিব মাহফুজ

পূর্ব পশ্চিমে নাইরে মাবুদ
নাই নিচে উপরে,
সবর্দা মোর সঙ্গে প্রভু
ও সে আমারও অন্তরে।

কালামুল্লায় বলছে পরওয়ার
মুমিনের ক্বলবে আমার ঘর,
খুঁজলে তারে নগর বন্দর
পাবে কে গো ভবঘুরে।

বলছে খোদা হে মুমিনগন
দেখবি রূপ তার নয়নে সদা,
লাবিবের গেলনা মনের ধাধা
আপন ছেড়ে কেন ঘুরো পরে।

রচনাকাল – 18/09/2012

আপন খবর