লেখক – লাবিব মাহফুজ চিশতী
স্বাধীনতা তুমি জীর্ণ পৃষ্ঠায় লিখা একটি কবিতা
স্বাধীনতা তুমি টাকার জন্য বাবার কাছ সন্তানের ভনিতা।
স্বাধীনতা তুমি বিস্তীর্ণ মাঠে কৃষকের সজল হাসি
স্বাধীনতা তুমি ভর দুপুরে রাখালের বাজানো করুণ সুরের বাঁশি।
স্বাধীনতা তুমি নদীর বুকে পাল তোলা এক নৌকা
স্বাধীনতা তুমি ক্লান্ত দেহে মধু আহরণরত এক মৌকা।
স্বাধীনতা তুমি শ্রেণীকক্ষে বালকের অ আ পাঠ
স্বাধীনতা তুমি নব বধূর রাঙা পায়ের ঝলক লাগা পদ্মার ঘাট।
স্বাধীনতা তুমি উল্লাসে ভরা ক্রিকেট বিজয় ম্যাচ
স্বাধীনতা তুমি দোয়ের পাখির লেজ নাড়ানো শীষ।
স্বাধীনতা তুমি ধানক্ষেতের ঐ ধানের চারার ছোট্ট সুন্দর হাসি
স্বাধীনতা তুমি ধূ ধূ প্রান্তরে রংমাখা সরষে ফুলের রাশি।
রচনাকাল – 02/03/2011
লেখক – লাবিব মাহফুজ চিশতী