লেখক – লাবিব মাহফুজ চিশতী
স্বরূপে চাহিয়া দেখো, রূপেরই কিরণ
অজুদে মজুদ মাওলা, নিগুম নিরাঞ্জন।
গুপ্ত ধনাগারে ছিলে, বেমেছাল আর বেনজীর
হুয়াল আসমার কারিগরি, এমকানেতে হও জাহির।
ছিলে যেরূপ সেরূপ দিয়া, মানব সুরত সাজাইয়া
অচেতন চেতন হইয়া, প্রকাশিলে গুপ্তধন।
আলিফ দাল আর মীম মিলনে, দাখেল হলে আদমে
স্বয়ং রূপ দর্পনে ধরি, এলে মাহমুদারি মোকামে।
আল ইনছানু সিররী বলি, ভেদ রহস্য প্রকাশ করি
পঞ্চ আলম ঘুরি ফিরি, এমকানেতে হও চেতন।
ব্রহ্মান্ড খুঁজিয়া আকুল হলিরে মন বেকারার
ঢুড়লে অজুদ পাবি মজুদ, নফস বিচে রূহ তার।
অধম লাবিব বলে বিনয় করে, জ্ঞান নয়নে খুঁজো তারে
আহসান সুরত মাঝারে, পাবি নিত্য পরম ধন।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01/06/2025