কবিতা – প্রেম সকাশে

লাবিব মাহফুজ

আসবে এমনও দিন
যেদিন মোর হৃদপদ্মে প্রিয় হইবে মূর্তমান,
দ্বাদশ দল মাঝারে বাজিবে তব রাঙা চরণ
প্রিয় আসবে এমনও দিন।

সেদিন হৃদে রেখেছি আঁকিয়া
যেদিন রাধামনো তব সকাশে চাহিয়া,
বক্ষে লয়ে তব সুর নাম, তব প্রেমে মাতিয়া
হইবে ধন্য, সেদিন হৃদে রেখেছি আঁকিয়া।

মোর জীর্ণ শীর্ণ এ ভাঙা কুঠি পরে
দেখ চাহিয়া, মম নয়ন হতে তব প্রেমাগ্নি ঝড়ে,
এ প্রেম মাঝে, এসো না গো সাঝে, কত সুবহে সাদিক ধরে
ছিলাম প্রতীক্ষায়, মোর জীর্ণ শীর্ণ এ ভাঙা কুঠি পরে।

হে প্রিয়, প্রেমময় তব প্রেমবহ্নি মাঝে
লয়ে প্রেম ধারা লুটাইবো পায়, পতঙ্গ সম লাজে,
স্তব হরি নাম যেনো অনঙ্গ মঞ্জরে, রাধামনে বাজে
লুটাইবো মম সত্ত্বা, হে প্রেমময়, তব প্রেমবহ্নি মাঝে।

হে বংশীধারী, তব সুর যেন বাজে সদা কানে
বংশীধ্বনী সুরে, শ্রীরূপ মঞ্জরে, যেন থাকি বৃহৎ বৃন্দাবনে,
আঠারদন্ড নিশা ভর করে যেন, মোর সদা তব আশ পরাণে
হে মুরলীধর, তব সুর যেন বাজে সদা কানে।

রচনাকাল – 20/07/2014

আপন খবর