কবিতা – তৃষা

লাবিব মাহফুজ

কত তৃষাতুর আমি জানো কি প্রিয়া
কাঁদি নিরবধী মরু সাহারায়,
তুমি ফুলের ভূবনে আছো নির্মলমোহে
প্রেয়সী! ফিরে আসোগো হেথায়!

ঐ চরণও মঞ্জীর পরশে আমার
মরুর তিয়াসা যাবে মিটিয়া,
বিরহ দাবানল, নরকাগ্নি সকল
ফুল হয়ে উঠিবে ফুটিয়া!

আসো প্রিয়, মোর
মরণকমল পথ বাহিয়া!

রচনাকাল – 11/07/2018

আপন খবর