লাবিব মাহফুজ
আজ বিকেলে
হঠাৎ বাগানে চোখে পড়লো একটি ফুল।
মৃদু হাওয়ায় ফুলটি দুলছিল –
বাগানে ঢুকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম ফুলটির দিকে।
হাত বাড়ালাম – ফুলটি কি আমি ছিড়বো?
কিছুক্ষণ মৌন যুদ্ধ শেষে গুটিয়ে নিলাম হাত।
ভাবছি, ফুলের এ নিঃস্বার্থ গন্ধ বিলানো –
স্বার্থক, ধন্য আমার সারাটি জীবনের চেয়ে!
ভাবছি দাড়িয়ে
আমিও যদি হতে পারতাম এ ফুলটির মতো!
সারা জীবনের মম সাধনা
কাউকে উপহার দিত একটু সৌরভ!
জীবন আমার স্বার্থক হতো, সত্য হতো।
বলতাম, হইনি ব্যার্থ! রক্ত বিলিয়েছি সৌরভ করে।
জীবনের পথে ছড়িয়ছি সৌরভ! আত্মা আমার!
রচনাকাল – 02/04/2013