লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
এ প্রভাত ভৈরবীতে উচাটন মন
তোমারী পূজাতে প্রভূ হতে বলিদান,
রাঙা তব শ্রী চরনে, লইতে শরণ
আকুলিত প্রাণ।
2.
প্রভূর মধূর তান হৃদয়ে বাজে
সতত শব্দহীন, অনন্ত সুরে,
সদায় মাতাল প্রাণ, সে সুর সুধা
শুনিতেছে আকুল হয়ে, হৃদয় মঞ্জরে।
3.
মোর চিরদিনের যে গান
এ জীবন মরুপথের ত্রিহারী যে তান।
আমার কুসুম প্রণয় চিত্তে
তোমার সিংহাসন।
তোমার কৃপা তোমার দয়া
স্বপ্ন মাঝেও তোমার ছায়া
হৃদ কমলের পুষ্পাসনে, তোমার শ্রী চরণ।
4.
গুরুরূপে দিয়ে আঁখি
থাকে যেজন নিরালায়,
চক্ষু তাহার হয় সুশিতল
মেরাজ হয় তার দীল কাবায়।
5.
বিশ্বজুড়ে প্রকাশিছে নিত্যলীলার সুর সমাহার
বাজতে তারি তারায় তারায়, ব্যাকুল চিত্ত প্রাণ আমার।
উন্মন সে বংশী রবে, বাজছে ভবে নিখিল মানব
এ প্রাণ তারি সুর ত্রিহারী, সুরময় সে কনক বিধুর।
6.
তুমিতো প্রেমিক তব প্রেমদায়
লহিলে বাছিয়া এ অভাগায়,
সাধ্য কি মোর সে ভালোবাসায়
মেলিবো পরাণ –
বসিবে যখন এ প্রাণের পর
প্রাণেতে স্বরূপ জাগিবে আমার
তখনি প্রেম জাগিবে অপার
আপনার সন্ধান।
7.
হৃদয়ে পরমানন্দে
রাধা চরণ গাথা,
মানবও স্পন্দন মূলে
জয় কৃষ্ণ রাধা।
8.
আমার মনের বনে শ্রী বৃন্দাবন
রাধার চরণ হৃদয় পুরে,
কালের খেয়া প্রাণ যমুনায়
অনুরাগের সপ্তসুরে।
9.
অসীম তব রূপ, অনন্ত তব জ্যোতি
সকল রূপের পসরায়, জ্বালায়েছ প্রভু
অনাদী রূপের বাতি।
আলোক মাঝে রহিয়াছো জাগি
হয়ে আলোকের দীপ,
সকল হৃদয়ে জাগিতেছো সদায়
জ্বালি এশকের প্রদীপ।
10.
এশকের অনল দিবানিশি জ্বলে
পরানও মাঝারে সততও সদা,
সে অনলবান আনে আশা ভয়
সে রূপ হতে যেনো , নাহি হই জুদা।
লেখক – লাবিব মাহফুজ চিশতী