কবিতা – মুক্তি

লাবিব মাহফুজ

তোমার মুক্তি! সেতো আমার জীবনের বিনিময়ে!
অদৃশ্য, অস্পৃশ্য যে বাধনে বাধা তোমার সর্বময় –
মুক্তি! সে তো হতে পারে না ছলনামাত্র – এ হৃদয়ে
এ দেহে! মোর সর্ব অস্তিত্বে, আমার নয় –
তোমারী যে প্রাণ। মুক্তি চাও? তবে দু হাতে
ধর তরবারী! পেতে দিলাম ‍বুক! নিঃশঙ্ক চিত্তে
চালাও খঞ্জর, তব মুক্তি সিক্ত হোক মোর শোণিত ধারে
মুক্তি পাও তুমি! নিথর এ দেহ পড়ে থাক তব পদপ্রান্তে!

রচনাকাল – 08/08/2015

আপন খবর