সংগীত – সখি আমি যমুনাতে যাবো

লাবিব মাহফুজ

সখি আমি যমুনাতে যাবো
ঐ কালো জলে ঝাপ দিয়া সই –
প্রাণখানি ত্যাজিবো!

ছিল ব্রজপতি শ্যাম গৌরাঙ্গ প্রাণের বৃন্দাবনে
একই সনে করতাম লীলা যমুনা পুলিনে!
এখন কেমনে বাঁচি কৃষ্ণ বিনে, কেমনে একা রবো!

বাজতো তাহার বাঁশের বাঁশি রাই বিরহীর সুরে
নিত্য আমি আসতাম ছুটে যমুনারই তীরে!
যদি না বাজে আর শ্যামের বাঁশি, কেমন করে প্রাণ রাখিবো!

সে যে নিঠুর অতি শ্যাম কালাচাঁন ফাঁকি দিলো মোরে
আমায় ছেড়ে চলে গেলো দ্বারকা নগরে!
আমি সইবো জ্বালা কেমন করে, যমুনায় ডুবে মরিবো!

রচনাকাল – 19/02/2021

আপন খবর