লাবিব মাহফুজ
দয়াল পূর্ণ শক্তিমান, করেন ভক্তেরও রক্ষণ
ঐ চরণ আশ্রয়ে ধন্য, করো এ জিবন।
গুরুরূপ আশ্রয়ে রয় বাধা যার অন্তর
পথের দিশা কভূও সে, হারাবেনা আর।
ভক্তের ও হৃদয় মূলে, গুরু আলো রূপে জ্বলে
পতিত পাবন হয়ে ত্বরায় শমন।
গুরুসঙ্গে নিত্যানন্দ যে করে আস্বাদ
গুরু তার সহায় হয়ে ত্বরায় বিবাদ।
ভক্তের মানস গগনে, পূর্ণ শশী হৃদাসনে
জ্বালিয়ে দেখায় পথ, মুক্তির শান।
রচনাকাল – 30/10/2018