কবিতা – আল আমিন

লেখক – লাবিব মাহফুজ চিশতী

হযরতে মুহাম্মাদ আল্লার রাসুল
দুনিয়ার কেউ নয় তাঁর সমতুল।

জন্মের পরে পাওনি তুমি, জন্মদাতার দেখা
ছয় বৎসর বয়সের কালে, আরো হলে একা।

একা হয়ে গেলে যখন মা বাবা হারিয়ে
দাদা মুত্তালিব নিলো আপন আশ্রয়ে।

আট বৎসর বয়সের কালে দাদা গেল চলে
চাচা আবু তালিব তোমায় তুলে নিলো কোলে।

সত্যবাদি ন্যায়নিষ্ঠ আরো শ্রেষ্ঠ মুমিন
মক্কাবাসী সন্তুষ্ট হয়ে নাম দিলো আল – আমিন।

চল্লিশ বৎসর বয়সের কালে হেরা গুহার ধারে
খুশি হয়ে নবুয়ত দিলো পাক খোদা তোমারে।

রচনাকাল – 29/07/2010
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর