সংগীত – কেন কাঁদে প্রাণ

লাবিব মাহফুজ

কেন কাঁদে প্রাণ
হৃদয় যাচে এ বুকে, ও বাহুর বাধন,
ঐ চপল নয়ন পানে, আনিতে বন্ধন
সদা কাঁদে প্রাণ।

বাড়াইতে জ্বালা বুকে ঐ নয়ন বিষে
আনিতে অখন্ড বেদন, ঐ বিষাদ আশীষে,
চাহে প্রাণ সদা ঐ নয়নও বন্ধন।

ক্রন্দনও সুধা মাখা আঁখিনীড়ে আজি
জ্বলিতেছে প্রদীপ্ত প্রাণ, তোমারি সুরে আজি,
সদায় হৃদয় গহীনে, রাখিতে স্বরণ।

আজ অন্তহীন এ প্রেমবারি স্রোতে
বিষাদিত প্রাণ মোর, নয়ন সুধা পেতে,
চাহিতেছে তোমারি শরণ, ক্রন্দন।

রচনাকাল – 18/10/2018

আপন খবর