সংগীত – নিশিথ রাতের তারায় তারায়

লাবিব মাহফুজ

নিশিথ রাতের তারায় তারায়
হেরী অপলক মুরতি তোমার
বিহগের কুঞ্জরে এই হৃদয় মন্দিরে
দিবানিশি গাহিতেছে স্তব ঝংকার।

ভরি আরতীর ডালা এ মাটির দেউলে
হৃদয় প্রদীপ জ্বালি শ্রী চরণের তলে
পূজার ছলে আসি ফিরে বারবার।

মোর নয়নের জ্যোতি হয়ে জগত ব্যাপী
সকল রুপে শ্রী রুপ উঠিছে ছাপি
ঐ রুপের ছবি প্রাণে রাখি নিরন্তর।

জগতের প্রতি পলে তোমার প্রকাশ
সকল সুন্দর মাঝে তোমার নিবাস
ঐ চরণও সুবাস ধ্যানে রহিবে অন্তর।

রচনাকাল – 26/10/2018

আপন খবর