লাবিব মাহফুজ
হৃদয়ের যত আকুলতা আজ
তোর তরে চায় মেলিতে ডানা,
তোর নয়নও পানে ঐ ব্যাকুল চাওয়ায়
মরম স্রোতে ভাসে হৃদয় বাসনা।
থামিয়া আসে সব হৃদি কোলাহল
অজানা কোন দৈব সুখের আশায়,
তোর নয়ন দিশা বারে বারে যেন
পথ ভুলায়ে আমায় টানে অজানায়।
এ প্রাণ হরষে তোর সকাশে মেলিয়া
যতই তুলিয়া ধরি ও নয়ন পানে,
চরণও ছায়ায় প্রাণ ততই খুঁজিয়া পায়
বন্ধন, ক্রন্দন, উন্মাদনা, আমারি পরাণে।
রচনাকাল – 13/10/2018