সংগীত – দয়াল লীলা করে হাইয়্যূন দমে

লাবিব মাহফুজ

দয়াল লীলা করে হাইয়্যুন দমে
তিন দ্বারেতে নবী রয় –
আমি মূর্খ অতি সে রতিতে
না হল মোর জ্ঞান উদয়।

মুরিদুন আর আলিমুনে, ইচ্ছা জ্ঞানের যোগ মিলনে
কাদিরুনের শক্তি সনে, নবুয়্যতি ব্যাপ্ত রয়।

পূর্ণচন্দ্র আলিমুনের দ্বারে, জাগাও গুরূ রূপ নিহারে
অমাবস্যার আধার ঘরে, এরাদায় হয় নিত্যময়।

তিন দরজায় শক্তি আমার, বান্দায়ী জ্ঞান হইল প্রচার
লাবিব বলে গুরু আকার, শক্তিতে রয় সর্বময়।

রচনাকাল – 04/11/2020

আপন খবর