লাবিব মাহফুজ
কেন যে তোর তরে, মেলিয়া নয়ন
দেখিলাম অপলক ঐ মায়া রূপ,
ও রূপও হেরী মোর জিবনও প্রভাত
নব রবি রাঙা ছবি হলো নয়নের ধূপ।
গন্ধ বিলালে তুমি প্রাণেরও গভীরে
পরশিলে এ হিয়া অমৃত দুয়ারে
খুলিয়া দিলে মোর যুগ বীণা সুর
তোমার ছোয়ায় যার নিত্য স্বরূপ।
তুমি এসেছ বলে মোর প্রাণেতে হে মহান
জিবন কুসুম রাগে হলো নব উদয়ন,
তোমার স্বরণ মোর স্বপনও মধূর
জাগাও প্রাণেতে তোমার অরূপ স্বরূপ।
রচনাকাল – 23/04/2018