সংগীত – কত আর আঁখিবারি রাখা যায় চাপিয়া

লাবিব মাহফুজ

কত আর আঁখিবারি রাখা যায় চাপিয়া
ফেলে মোরে এ দূরবনে, লুকলে গো প্রিয়া।

মোর আকুল প্রাণেতে বাধা, ছিল যে তোমারী তান
যেথা দিবানিশি সপ্তসুরে, বাজিছে নীরব গান
সে সুর ছন্দ মোর, হইত জিবন ভোর
সে আশাতে কত আর, রহিব বসিয়া।

ছিলে যবে এ নয়নে, নয়নও নিহার
অপার প্রেমের ধামে, করিতে বিহার।
উজালা করিয়া প্রাণ, আকুলিয়া সুরবন
ভাসাইয়া এ দুনয়ন, রাখিও জাগাইয়া।

রচনাকাল – 28/08/2018

আপন খবর