সংগীত – প্রেম যমুনায় সাতার দিলাম

লাবিব মাহফুজ

প্রেম যমুনায় সাতার দিলাম
নাম ভরসা করে রে তোর নাম ভরসা করে
সহায় সম্বল নামখানা তোর, কাঙালেরই শিরে।

আশা নাই ভরসা নাই মোর
আছে তোর নামের প্রেম জোয়ার
তোর প্রেমে এ জগৎ সংসার
উজ্জলিত নূরে।

চাইনা আমি কোন সহায়
তোর নামখানা যেনো জবান পায়
পাইলে সে অমূল্য অভয়
ভয় পাইনা দরিয়া মাঝারে।

কাঙাল লাবিব তোর নাম আশে
শত ঝড় নেয় বুকে সহাস্যে
যে নাম আধারও নাশে
সে নাম ভুলি কেমন করে।

রচনাকাল – 21/09/2014

আপন খবর