আপন ফাউন্ডেশন

Date:

কবিতা – মরণ বাসনা

লাবিব মাহফুজ

জীবনে যাহারা মুক্ত হয়েছে
কেমনে তাদেরে বাধিবে মরণ?
মরণ তাদেরে আনিয়া দিবে
মুক্ত জীবনে যা ছিল স্বপন।

মৃত্যুর বন্দনা গাই প্রতিক্ষণ
শ্যামসুন্দর হয়েগো আসিও প্রাণে,
মরণের কোলেই বাঁচিব আবার
মুক্ত হইবো জীবন বাধনে।

জীবন থাকিবে বাঁচিতে শিখো
মরণ তোমাদের মারিবে না আর,
মরণ সেতো সখা তব, পরম প্রিয়
তোমারে সমর্পিবে, ভূবন তোমার।

রচনাকাল – 06/08/2017

More Posts

সাবস্ক্রাইব করুন