লাবিব মাহফুজ
আমি হিমালয় হতে চলেছি ফুকারি দখিনা সাগর পাড়ে
মানস সরোবরের মৌনী ঋষির, ধ্যানমন্ত্র লয়ে শিরে।
আমি গোবি-সাহারার শাপ তাপ দাহে বহাই শীতল নির্ঝরিণী
আমার ঘোড়ার খুরে পশ্চিম হতে পূবে, আনি নবীর শান্তি বাণী।
আমি তিব্বতে বিস্তৃত লুম্বিনী শাখে গাই মানবতার গান
আমি বুদ্ধগয়ায় ধরার বোধিশাখা তলে, ফুটাই পুষ্পোদ্যান।
আমি জেরুজালেমের প্রার্থনা গাহে নগ্ন অভিযান করি শুরু
তথা হতে ধরায় আনি মহাপ্রেম, হই জগতের কল্পতরু।
প্রতি যুগে যুগে প্রতি রূপে রূপে একই আমি প্রতিবার
জগতের পলে পলে সকল মর্ম মূলে, আমারি গান আমি গাই নিরন্তর।
রচনাকাল – 19/10/2018