কবিতা – লীলাসাথী

লাবিব মাহফুজ

আজো জাগে প্রাণে সেই পুরাতন অভিসার
সেই আদি অনুভব, ‘পরশপ্রত্যাশা’
প্রাণের টান কাছে আসিবার!
হৃদে জাগে ইচ্ছা ভালোবাসিবার!

প্রাণ চায় প্রাণময় তোমার ছোঁয়া
মন চায় মন অন্দরে, তোমায় পাওয়া!
নিরবধি, আদিম সে সুখ, নিরন্তর –
তোমার সৃষ্টি এই, প্রেম, আকর্ষণ দূর্নিবার!

আমার এ আকুলতা লাগি
বিরহী তব মন রয়েছিলো জাগি
কোন এক অজানায় –
সেথা হতে ধীরে আসিলে এ প্রেম মোহনায়!
প্রেম সুধা তরে
আমার চিত্ত কাননে, নিরজনে চুপিসারে, অভিসারে
প্রেম পিপাসা মিটাইবার –
তোমার এ লীলায়
আমি নিত্য জেগে রই
ভিতরে, বাহিরে, তব লীলাসাথী
হইতে পূর্বাপর।

রচনাকাল – 14/12/2016

আপন খবর