কবিতা – কালের মিছিল

লাবিব মাহফুজ

নিয়ত বয়ে চলে কালের মিছিল
শ্রাবন ফুরায় আসে ফাগুনের নীল।
জীবন নিত্য চলে বাহিয়া খেয়া
ধীরে ধীরে, মৃদু ছন্দে, কাটিয়া মায়া।

সকলি বয়ে চলে থেমে রই আমি
লুকায়ে আধার মাঝে, বৃথা কাজে ভ্রমি!
নিজেরে হারায়ে সতত খুজে ফিরি কারে
এ পরিতাপ বাজে কানে মোর, করুণ হাহাকারে।

আজ তাপিত মনে, জীবনে মরণে
খুলো আঁখিদ্বার, নব রবির ঊষায় –
স্বাগত জানাও যা কিছু নতুন
তোমারে সাজাতে আসে হৃদয় আয়নায়।

নিত্য জেগে রও তব জীবনের পথে
নিজেরে সাজাও আজি মহাকাল রথে।
রহ নিরবধী প্রাণের দেউলে, আরতীতে অবিকার
ধরার সকলি, তব তরে সখা, রহে যে নিরন্তর!

শোনো হৃদয়ের বারতা
হৃদয় তো অনন্তের, তোমার সীমায়, প্রকাশে নিত্যতা!
আজ ভাঙ্গো বন্ধন, জীবনের উদ্বোধন নাও করে
নিজেরে রাঙাও ত্যাগের মহিমায়, সত্যে, সুন্দরে!

রচনাকাল – 14/01/2019

আপন খবর