কবিতা – সাধ

লাবিব মাহফুজ

হৃদয়ের সাধ মোর হৃদয়খানি
তোমারে সঁপিবো আমি,
তোমাতে মিশিয়া একান্তে দুজনা
রহিবো দিবাযামী!

ইচ্ছে করে আমি নুপূর সম
জড়াইবো ও রাঙা চরণে,
তুলিবো হরষে মুখরও গুঞ্জন
মায়াময় শ্রীচরণ পরশণে।

ইচ্ছে করে আমি শ্রাবণ ধারায়
বয়ে যাবো নিরবধি তোমার পানে,
চরণ ধোয়াবো দিয়ে নয়ন বারি
ভাসাইবো তোমায় আঁখির বানে।

ইচ্ছে করে আমার প্রাণের দুকূল
তটিনীতীরে তব, ক্ষয়ে ক্ষয়ে যাবো,
ভাঙন নদীর সুখে নিরালা কাঁদিয়া
ঐ চরণে নিজেরে অঞ্জলী দিবো।

বড় সাধ মোর ফাগুন সমীরে
সিক্ত করিবো তোমায় দিগন্ত পানে,
বড় সাধ মোর, শুধু ভালোবাসিবো
হৃদয়ে রাখিবো সাজায়ে যতনে।

জানো,জগতে,সবচেয়ে বড় পাপীকে?
ভালোবেসেও, যে ভালো না বাসে-
আমি তো নিলাজ, সদা সুখধারী
ভালোবাসি! যাবো ভালোবেসে!

রচনাকাল – 18/10/2020

আপন খবর