সংগীত – জানো মন এস্কেরই বিধান

লাবিব মাহফুজ

জানো মন এস্কেরই বিধান
মাওলা হু শক্তিতে স্বয়ংকারে
সদা রয় চেতন!

হু ধ্বনি তে ডিম্ব খানি
পঞ্চ জাতে রয় নূরানী
শুণ্য তে রয় পূ্র্ণ সদা
হু হুংকারে সুর বরিষণ –
হু আসিল সাফা হতে
বাদ আতশ আর আবের সাথে
শক্তিময় খাক কদর রাতে
সিফাত যোগে হয় প্রকাশন!

ছিল লা ছানি বর্জোখ আকার
হইলো ছানিতে হুয়াজ জহুর
আরশ কুরসি লওহ কলম
সবি হু এর আলাপন –
হু হইতে আগম নিগম
ধরার সকল জারি তামাম
মোহাম্মদী ইনসান কালাম
হু শক্তিতে রয় বিরাজন।

হু হইলো শূণ্য বিন্দু
তাতে তরঙ্গিত প্রেমও সিন্ধু
আদম অজুদ হু এর ধ্বনি
অাল্লা হু তে প্রেমালাপন –
আলিফের ই পঞ্চ প্রেমে
আউয়াল লাম আর ছানি লামে
স্বয়ং খোদা পাঞ্জাতনে
হু তে করে অজুদ গঠন।

হু হইলো সৃষ্টির আদী
এথায় নিহিত পরম নিধি
সপ্ত সুরে হু আসিল
আরেফেলের প্রেম কানন –
অধম লাবিব বলে সুরে সুরে
সাধিলে হু অজুদ ঘরে
দয়াল মুর্শিদের শ্রীরুপ ধরে
আসবে দয়াল নিরঞ্জন।

রচনাকাল – 18/04/2020

আপন খবর