লাবিব মাহফুজ
আমার এ শত জনম অশ্রুজলে
এমন করে না ভাসিতো,
দয়াল কৃপাবশে আসলে তুমি
আমার ভব যন্ত্রনা না রহিতো।
দয়াল লইয়া আমার এ ভাঙ্গা তরী
আমি অচেনা এক পথে ঘুরি রে!
যদি পথের দিশা দিতে আমায়
এ পথ হারা প্রাণ পথ পাইতো।
দয়াল এ ভব মোহে অসার কাজে
আমার দিন ঘনাইয়া আধার সাজেরে!
যদি হইতে উদয় দিনমণি
আমার নয়নের আধার নাশিতো।
দয়াল ঐ চরণ আশায় দিনহীনে
কান্দে লাবিব রাত্রদিনে গো!
ঐ চরণ ধুলি পড়লে শিরে
মরণে জীবন বহিতো।
রচনাকাল – 18/11/2021