সংগীত – সুরস সুরতির খেলা

লাবিব মাহফুজ

সুরস সুরতির খেলা
চলছে নিত্য স্বরূপসনে!
ভাবের বৃন্দাবনে রে মন
রসের বৃন্দাবনে!

আঠারো ক্রোশ দেহ জমি
চাষ করো মন চাষা তুমি
গুরু রূপের বীজ বুনে নাও
আপন আত্মবনে!
সেই বীজ হইতে গাছ হইবে
ফল ধরিবে ধ্যানে!
ওরে সে ফল খাইলে পাবি সুধা
ভয় রবে না আর শমনে!

যুগল মিলন প্রেম যমুনায়
দুই রূপে এক স্বরূপ সে হয়
গুরু-ভক্তের মাখামাখি –
হয় নিত্য ত্রিবিনে!
অধীন লাবিব কান্দে বসে
প্রেম জোয়ারের টানে!
না হলো মোর সাধন ভজন
কি হবে মোর শেষ নিদানে!

রচনাকাল – 18/08/2022

আপন খবর