কবিতা – চেতনা

লাবিব মাহফুজ

বিবস চেতনার পাহাড় ঠেলে
বিমূঢ় রাতকে করে তুলি
আরো দীর্ঘকায়!
সেঁজুতি নিষিক্ত আঁধিয়ারা আমার
আত্মাকে অবগাহন করায়
অনন্ত আচ্ছন্নতায়!

পরিত্যক্ত নিঃশ্বাস কে
আবার টেনে আনি –
বহুদূরের পান্থশালা থেকে!
যাবার তো সময় আসেনি!
অবনত চিত্তে ঠেলে যেতে হবে –
চেতনার বিষাক্ত পাহাড়!
থেকে যেতে হবে! অনন্ত আচ্ছন্নতায়!

রচনাকাল – 04/12/2022

আপন খবর