সংগীত – রাধা সম মোর আকুলও পরাণ

লাবিব মাহফুজ

রাধা সম মোর আকুলও পরাণ
নিরবধী চাহে ঐ চরণও শরণ
তব কৃপা বারি মোরে করিও দান।

অশ্রুসজলও মোর আঁখিরও কোনে
জাগিয়া রয়েছ প্রভূ, নিরজনে
তব চরণে অটল করো মোর মন প্রাণ।

হইয়া রাধা সম আকুল এ ধরায়
রাঙা শ্রী চরণে তব, এ প্রাণ লুটাতে চায়
মোর জিবনে চরণও মায়ায়, আনিও বাধন।

রচনাকাল – 15/06/2019

আপন খবর