আপন ফাউন্ডেশন

ফুযায়েল ইবনে আয়াজ (র) এর ৩০ টি মূল্যবান বাণী

Date:

Share post:

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

ফুযায়েল ইবনে আয়াজ (র) এর মূল্যবান কিছু বাণীর সমাহার

১. মানুষ তখনই আল্লাহপ্রেমের শীর্ষবিন্দুতে পৌঁছায়, যখন আল্লাহর প্রতি সে একই মনোভাব পোষণ করে। আল্লাহ থেকে সে কিছু লাভ করুক বা না করুক।

২. ধর্মের উন্নতির উপায় যিনি অন্বেষণ করেন, লোকচক্ষে তিনি হেয় প্রতিপন্ন হন।

৩. প্রকৃত ধ্যান তাকেই বলে, যাতে হৃদয় ও চোখ কেবল আল্লাহতেই নিবন্ধ থাকে।

৪. সেই নির্জনবাস শ্রেয় যেখানে আমি কাউকে দেখতে পাইনা আর আমাকেও কেউ দেখতে পায় না।

৫. যে আমার পাশ দিয়ে যাওয়ার সময় সালাম জানায় না, আমি ব্যাধিগ্রস্ত হলে দেখতে আসে না, জানবো সেই আমার প্রতি সবচাইতে সহানুভূতিশীল।

৬. রাত্রির আগমণই খুশির কারণ। কেননা, তখন নীরবে প্রভুর উপাসনায় লিপ্ত হওয়া যায়।

৭. যে আমল সম্পর্কিত কথা বলে কিন্তু নিজে আমল করে না, তার কথাবার্তা কোনো কাজে আসবে না।

৮. যে নির্জনতা পছন্দ করে না আর মানুষের সাথে মেলামেশা পছন্দ করে, সে প্রকৃত শান্তি থেকে দূরে থাকে।

৯. আল্লাহকে যে ভয় করে, তার বাকশক্তি লোপ পায়।

১০. আল্লাহ যাকে ভালোবাসে, তাঁর ওপর নানা আপদ বিপদ নেমে আসে। আর আল্লাহ যাকে শত্রু মনে করেন, তিনি সুখে শান্তিতে দিনাতিপাত করেন।

১১. সবকিছুরই যাকাত আছে। আর জ্ঞানের যাকাত হলো চিন্তা ভাবনা। রাসুল কারীম (সা) এজন্যই গভীর চিন্তায় বা ধ্যানে থাকতেন।

১২. প্রভুর প্রতি ভয় মিশ্রিত ভালোবাসা হৃদয়ের কামপ্রবৃত্তি, আসক্তি ও পরিনিন্দা চর্চার স্বভাবকে দূর করে।

১৩. সংসারে প্রবেশ করা কঠিন কাজ নয়। সংসার থেকে বেড়িয়ে আসা কঠিন।

১৪. পৃথীবি একটি পাগলা গারদ। আর এর অধিবাসীরা সব পাগলের মতো। বন্দীরা যেমন বন্দীশালায় শৃঙ্খলাবদ্ধ, তারাও তেমনি দুনিয়ার মায়া-মমতায় আবদ্ধ।

১৫. জাগতিক জীবনে যা তুমি অর্জন করেছো, পরকালে তাই লাভ করবে।

১৬. আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে স্বরণ করো, আমিও তোমাদের স্বরণ করবো। আর যদি তোমরা আমায় ভুলে না যাও, আমিও তোমাদের ভুলবো না।

১৭. অজ্ঞ লোকদের তিনটি স্বভাব। ১- বিস্ময়কর কিছু না দেখেও হাসা। ২- অন্যকে উপদেশ দেয়া কিন্তু নিজে আমল না করা। ৩- রাত্রি জাগরণে আলস্য করা।

১৮. দুটি জিনিস হৃদয়কে ধ্বংস করে। ১-অধিক ভোজন। ২-অধিক শয়ন।

১৯. যিনি আল্লাহকে পূর্ণ বিশ্বাসী, তিনিই আল্লাহর প্রতি নির্ভরশীল হতে পারেন।

২০. আল্লাহ সম্পর্কে যে যত বেশি জ্ঞান লাভ করেন, তিনি তত বেশি আল্লাহর উপাসনা করেন।

২১. দুনিয়ার কারো থেকে কোনো সাহায্য প্রত্যাশা না করাই প্রকৃত বীরত্ব।

২২. আল্লাহ যখন যে অবস্থায় রাখেন, তাতেই সন্তুষ্ট থাকার নামই ত্যাগ।

২৩. পার্থিব স্বার্থসিদ্ধির জন্য সৎকাজ করা আর লোক দেখানো ইবাদত করা, এ দুটি জিনিস পরিত্যাগ করলেই হৃদয়ে খাঁটি আল্লাহপ্রেম সৃষ্টি হবে।

২৪. আল্লাহর কাছে নম্রভাব প্রকাশ করো। তাঁর আজ্ঞাবহ হওয়া ও তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই প্রকৃত বিনয়।

পড়ুন – বাবেয়া বসরীর অলৌকিক ঘটনাবলী ও বাণী

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles