লাবিব মাহফুজ
সময় আমায় আর ধরে রাখে না!
আমি এখন মুহুর্তে চলে যেতে পারি
সময়ের যে কোনো প্রান্তে!
মহাকাব্যিক মহাকাল আমায় দিয়েছে
এ দূর্দান্ত গতি!
বিলিয়ন, ট্রিলিয়ন বছর পর
আবার যখন- ফিরে তাকাই আজকের এ সময়ে
দেখি অগনিত লাবিব, মত্ত –
আগ্রাসী আত্মার ভীষণ কোলাহলে!
চেয়ে চেয়ে দেখি! সময় আমায় আর ধরে রাখে না!
কখনো সুদূর অতীতে…
ঘাড়ে, কপালে বহন করি অমীমাংসিত বুনো রহস্য –
ফের হেঁটে চলি জীবনান্দের মতো হাজার বছর!
হয়তো আরো বেশি…
সময় আমার আর ধরে রাখে না!
একটি ফুল ফুটবে বলে
জগতের তাবৎ ফুল ছিল প্রতীক্ষায়,
জগতের সব মাটি তাকে উজার করে দিচ্ছিলো গন্ধ
জগতের সব পানি তাকে উজার করে দিচ্ছিলো রস
জগতের সব আগুন তাকে উজার করে দিচ্ছিলো রুপ
জগতের সব বাতাস তাকে উজার করে দিচ্ছিলো রং
আমি তাকে দিয়েছিলাম সুর
সেও মত্ত ছিল মহাকালে!
হঠাৎ, সে, সময়ের সব সীমা অতিক্রম করে
একদম অসময়ে- প্রস্ফুটিত করলো নিজেকে!
মহাকালকে আপনত্ত্বে ধারন করে!
এখন সময় তাকে আর ধরে রাখে না!
রাশি রাশি অতিত কিংবা
ভবিতব্যের নিগঢ়ে বন্দী হোয়ো না হে স্বয়ং মহাকাল!
লাবিব, সময়কে ধারণ করো তোমার অসমাপ্ত উপাখ্যানে!
সময় তোমায় আর ধরে রাখবে না!
রচনাকাল – 17/10/2020