আপন ফাউন্ডেশন

Date:

আধ্যাত্মিক সংগীত : সুফি / ধর্মীয় সংগীত – Sufi Song

আধ্যাত্মিক সংগীত
ফকির আতিকুর রহমান চিশতী

গুরুর চরণ অমূল্য ধন, করগে সাধন
মুক্তি পাবি অনায়াসে।।
গুরু হয় লা মাকানের জাত, জীবের হায়াত
হাইয়ুনে সে জিন্দা আছে,
মুরিদুন এরাদা করে, সকল ছেড়ে
রূপের রশি ধরো কষে।।
আমিত্ব থাকিতে হয় না, রূপের আয়নায়
দুই কি আছে,
অহেদ মাওলা শাইয়ীম মুহিত, কর তৌহিদ
সব মিলে আহাদ হয়েছে।।
গুরু প্রেমে মজে যে জন, সর্বস্ব করেছে অর্পন
তার হারানোর ভয় কি আছে,
ওয়াজেবে তার চরণ ছাবুদ, পাইলো মাবুদ
দুই গুটি পাকা হয়েছে।।
আতিক বলে মনরে বোকা, গুরুরূপ ব্রহ্মান্ডে একা
সে বিনে আর কেবা আছে,
ধোঁকাতে পড়িলে ফান্দে, লাভ নাই কেন্দে
মহি চান্দের ঠেকা কিসে।।

আধ্যাত্মিক সংগীত
শাহ ফরহাদ হোসেন চিশতী

বেনজীর চিশতী নাম ধরিয়া
কে এলো এই ভূবনে, ভূবনে-
যুগল আঁখি পাগল হয়ে
সালাম জানাই চরণে, চরণে।।
ছিলো গোপন গঞ্জ জাতে
ধরায় এলো তথা হতে,
মুর্শিদ হইয়া এই জগতে
নাম বিলায়ে সবখানে, সবখানে।।
জীব ত্বরাইতে রাসুলের শান
বুঝতে পারে রজ্জব দেওয়ান,
প্রাণের সনে বেঁধে প্রাণ
খেলছে রাসুল গোপনে, গোপনে।।
ও সে, বিশ্বগুরু মহেশ্বরে
ঐরুপে সে আকার ধরে,
ফরহাদ কি আর বুঝতে পারে
ভজন বিহীন সাধনে, সাধনে।।

More Posts

সাবস্ক্রাইব করুন