ফকির আতিকুর রহমান চিশতী
গুরুর চরণ অমূল্য ধন, করগে সাধন
মুক্তি পাবি অনায়াসে।
গুরু হয় লা মাকানের জাত, জীবের হায়াত
হাইয়ুনে সে জিন্দা আছে,
মুরিদুন এরাদা করে, সকল ছেড়ে
রূপের রশি ধরো কষে।
আমিত্ব থাকিতে হয় না, রূপের আয়নায়
দুই কি আছে,
অহেদ মাওলা শাইয়ীম মুহিত, কর তৌহিদ
সব মিলে আহাদ হয়েছে।
গুরু প্রেমে মজে যে জন, সর্বস্ব করেছে অর্পন
তার হারানোর ভয় কি আছে,
ওয়াজেবে তার চরণ ছাবুদ, পাইলো মাবুদ
দুই গুটি পাকা হয়েছে।
আতিক বলে মনরে বোকা, গুরুরূপ ব্রহ্মান্ডে একা
সে বিনে আর কেবা আছে,
ধোঁকাতে পড়িলে ফান্দে, লাভ নাই কেন্দে
মহি চান্দের ঠেকা কিসে।