আপন ফাউন্ডেশন

Tag: আকাশ

কবিতা – আমার ঘর

আমার তো নেই ঘর, আছে পদ্মার ধূঁ ধূঁ বালুচর। জগৎ আমার, তটিনী পাথার, পায়ে হাটা পথ, বট অশ্বথ তলার - গোধূলী সোনালীকায়, রক্তিম হৃদয় ছায়

কবিতা – আকাশের ডাক

আকাশ আমায় ডাকে, ভোর আকাশের শুকতারাটি হতে। ফ্রান্স বাবিলের শত নাবিকের নয়নের পাহাড়ায়, সত্যের হাওয়ারী, দিগন্ত সওয়ারী, হতে এ জীর্ণ ধরায়।