সংগীত – শোনো আজ নিরবতার গান

লাবিব মাহফুজ

শোনো আজ নিরবতার গান
যে গান গেয়ে চলে, হৃদয় অবিরাম।

শোনো প্রানের বারতা আজি নিরবতায়
দেখো নিখিলের বাণীরুপ হৃদয় পাতায়
যেথা সতত বিরাজে প্রভূ নিত্য প্রনাম।

বাহিরের কোলাহলে হৃদয়ের ধ্বনি
কি করে শুনিবো সে অশ্রুতত বাণী
হেরার গোপনও ঘরে, ডুবিয়া গোপন অন্দরে
বাহিরে আনিও টানি স্বরুপ রুপম
নিরবে রহ বিভবে, ব্যাপি নিখিল তামাম।

রচনাকাল – 08/05/2020

আপন খবর