কবিতা – আকাশের ডাক

লাবিব মাহফুজ

আকাশ আমায় ডাকে
ভোর আকাশের শুকতারাটি হতে।
ফ্রান্স বাবিলের শত নাবিকের নয়নের পাহাড়ায়
সত্যের হাওয়ারী, দিগন্ত সওয়ারী, হতে এ জীর্ণ ধরায়।

আকাশের ডাকে শুনিযে আমি উন্মত্ত ‍অন্তরে
সারাটি জীবন রবে কি পাষান বন্দী মাটির ঘরে?
শুধু মাটি নয়, পাঁচ পেয়ালায় গড়া তব সুন্দর দেহ তরী
পাঁচ মঞ্জিল মাকসুদে যাও, বাজিয়ে ডঙ্কা বিজয় ভেরী।

জড় ছিলে তুমি জড় হতে উন্নত, উন্নত তর প্রাণ
প্রাণ পেয়ে তুমি উঠিলে উচ্চে, ইন্দ্রিয় সিক্ত সুমহান।
প্রেম বাসনা, কামনা ভাবনা এখন নিত্য সাথী
এরি মাঝে তুমি পাইবে খুঁজিয়া অতিন্দ্রিয়ের জ্যোতি!

রচনাকাল – 22/07/2014

আপন খবর