লেখক – লাবিব মাহফুজ চিশতী
স্বরূপ দেখিবার তরে, মানুষ রূপে হয় জাহের
জানিতে সাধ পরমের খবর, আমার –
জানিতে সাধ পরমের খবর।
প্রভুর আপন সুরত এই মানুষে প্রকাশ
চেহেলতনে তনে তনে তাহারি আবাস।
পরমাত্মার বিকাশ দেহে, মানবী অজুদ মাঝার।
পঞ্চ আত্মা পঞ্চ দেহ এই মানুষে রয়
পঞ্চ একীন পাঁচ কলেমা, দেহে সমুদয়।
প্রভুর জাত সিফাত এই মানব দেহে, প্রকাশ নিরন্তর।
লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ জানো মন
মানুষ বিনে এ জগতে নাই আর নিরাঞ্জন।
লাবিব বলে মানব দেহেই, নিগুমের খবর।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 14/05/2025