সংগীত – আলিফ লাম মীম তিনেরি ভেদ

লাবিব মাহফুজ

আলিফ লাম মীম তিনেরি ভেদ
জগত জোড়া রয় গোপন –
করো তত্ত্ব নিরুপণ রে মন, করো তত্ত্ব নিরুপণ।

আলিফেতে রহমানে, অন্ধকারে রয় মিশে
রুহুল কুদসী লয়ে সে যে, ডিম্বাকারে নূরে ভাসে।
আলিফেতে পঞ্চশক্তি, প্রপঞ্চেতে হয় বিভক্তি
পঞ্চ নুক্তা অঙ্গে ধরে, আছে উলুহিয়াতে নিরঞ্জন!

কুদসী হতে ইনছানিতে, লামের সুরত হয় প্রকাশ
চার আসমানে আলীর ঘরে, বাতাসে হয় তার বিকাশ।
সবুজ রং সে ধারণ করে, লামে সকল গুণ প্রচারে
রবুবিয়াত বলে তারে, মউজেতে হয় সন্ধান।

মীমেতে রয় বস্তুতত্ত্ব, রূপ প্রকাশে জগতে
তিন জমাতে আসে আলিফ, মুহাম্মদী সুরতে।
শক্তি এথায় বস্তু হয়ে, মুহাম্মদী আকৃতি পেয়ে
আবুদিয়াত করে প্রকাশ, পঞ্চজাতের সম্মিলন।

আলিফ নামক কলম লয়ে, মাওলা আমার কারিগর
পঞ্চ রংয়ের কালি দিয়া, লিখতেছে এই চরাচর।
সৃষ্টিতত্ত্ব কুদরতি লীলা, আলিফ লাম মীম তিনের খেলা
অধম লাবিব না বুঝিয়া, বৃথা কাটালো জীবন।

রচনাকাল – 15/08/2021

আপন খবর