লেখক – লাবিব মাহফুজ চিশতী
কভূ যেন না ফুরায় মোর, দুই নয়নের জল
আমার হৃদয়ে ফুটায়ো প্রভু, ভক্তি শতদল।
সর্বময় তোমার বিভূতি
তুমি বিনে ত্রিভূবনে, নাই কেউ এক রতি
ঐ চরণে জানাই প্রণতি, সেজদা অনর্গল।
মায়ামোহে মত্ত হয়ে মন
ত্যাজিলাম অগতির গতি, না হল ভজন
ত্বরাও এবার পতিত পাবন, প্রার্থনা আকুল।
হৃদয়ে দাও ভক্তি প্রেমাবেশ
নয়ন বারির ধারা যেন, বহে অহর্নিশ
পরনে দাও ভিখারী বেশ, মুখে গুরু বোল।
লাবিবের এই মনের বাসনা
দুই নয়নে থাকে যেন গঙ্গা যমুনা
দয়াল হিমেল শাহের চরণ বিনা, নাই কোনো সম্বল।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 15/05/2025