লাবিব মাহফুজ
আমার তো নেই ঘর
আছে পদ্মার ধূঁ ধূঁ বালুচর।
জগৎ আমার, তটিনী পাথার
পায়ে হাটা পথ, বট অশ্বথ তলার –
গোধূলী সোনালীকায়, রক্তিম হৃদয় ছায়
আছে মোর নিঃশ্বাস, সমীর পদ্মার।
মোর মাঠের স্বর্ণলোভা
পথবাক মনোলোভা
চিরচেনা বাতাসের সরস ছোঁয়া,
চিনি আমি চিনি গো
আমার আপন গৃহ
পথের শুরুতে যার অশেষ পাওয়া।
নীলাকাশে তারাদল, চাঁদের কিরণ
নদীর উদারতা, বিপুল ভূবন
ডেকেছিল আমারে যেদিন পথে –
সমগ্র সংসার, হয়েছে আমার ঘর
বাহির হইয়াছি আমি, অচেনা পথের পর
চলিতেছি নিরবধী, মহাকাল রথে।
রচনাকাল – 02/05/2019