আপন ফাউন্ডেশন

Tag: প্রভুপ্রেম

প্রবন্ধ – প্রভুপ্রেম – পরমপ্রাপ্তির একমাত্র উপায়

পরম প্রভু চিরকালে প্রজ্জলিত সূর্য সম দীপ্তিময়। তাই তার উত্থান পতন বা জন্ম মৃত্যু বলে কিছু নেই। শুধু তিনি তাঁর ভক্তের আহ্বানে / প্রভুপ্রেম এ প্রকট হন মাত্র।

প্রবন্ধ – প্রভুপ্রেম – অনুরাগ সাধনা (গুরু প্রেম)

ভক্তিই প্রেমের সরল বহিঃপ্রকাশ। প্রভুতে দুর্ণিবার আকর্ষণ অনুভূত হওয়াই ভক্তি। ভক্তি এমন এক অনুষঙ্গ যা উত্তরোত্তর বৃদ্ধিই পাবে।