লাবিব মাহফুজ চিশতী
বৃথা কি আর যায় নয়নের জল
আমার দয়ালরে,
বৃথা কি আর যায় নয়নের জল –
ওরে নিরবধী নয়ন জলেই
ফোটে গুরুর প্রেমের শতদল।
ওরে যে জনা হয় আশেক তারি
তার নয়ন যুগল বহে ভারী
সদায় থাকে চিত্ত অচঞ্চল –
ওরে রূপ নিহারে নয়ন দিয়া
মহাভাবে রয় বসিয়া
তারে ধরে না আর কাম কামনার ছল।
ওরে নয়ন জলের পিছল পথে
আসেন মুর্শিদ প্রেমোরথে
সরায় ভক্তের বিষয়ও জঞ্জাল –
ওরে লাবিব বলে বিনয় করে
নয়ন জলে বাঁধগে তারে
ও সে পতিতেরী সহায় চিরকাল।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/12/2024