লাবিব মাহফুজ
হে অন্তহীন প্রাণ
আপনার আপনায় তুমি রহিও মগন।
অনাদী চেতনার ধামে
অনন্ত অসীমের প্রেমে
প্রেমময়ের রূপ দর্শনে, ভরিও নয়ন।
আপনার আপনায় তুমি রহিও মগন।
আপনাতে তব তরে যে মহিমার দান
তোমারে ঘিরিয়া রহে সারা নিশিদিন
সে সুন্দরও তরে, আকুলও হৃদয় বাসরে
ধরিতে তাহারে আনো, স্বরণ নয়ন বান
আপনার আপনায় তুমি রহিও মগন।
তোমাতে রয়েছে সেই ডাকিছ যারে
সে প্রেমময় বিরাজ করে প্রেমিক অন্তরে।
ছেড়ে দুনয়নের জল, তারে ডাকো চিরকাল
তোমাতেই জাগিবে সে হয়ে মৃত্যুহীন
আপনার আপনায় তুমি রহিও মগন।
রচনাকাল – 26/04/2019