পত্রিকা – প্রার্থনা

জসিম মিয়া

স্বরণে যেনো পাই তোমারে
নিঃসঙ্গ নির্জনও কুঞ্জবনে!

যেথায় মহানন্দের বাস
দক্ষিণা পবন, ঝর্ণাধারা, বহিবার প্রয়াস!
আছে যেথায় বসন্ত বাতাসী,
আসে ভেসে কৃষ্ণ-সুর-বাঁশী!
মম মন-রাধা সেথা আনমনে
শত শত প্রলাপ বকে, অভিমানে!

আছে সেথা নিত্য নতুন, ফুল কুমারীর ঝাক
নব-ভঙ্গিমে গেঁথে যায় মালা, নিশ্চুপ নির্বাক!
নিরব নিঝুম আধারে, সেথা জোনাকির মেলা বসে
নিশ্চুপ অসীম ঐ মহাকাশে-
সাদা মেঘের আড়ে চন্দ্রিমা হাসে!
তব পূজারী হয়ে এই মহাকালে
প্রার্থনা মম, রেখ ঐ রাঙা চরণে!

আপন খবর