আপন ফাউন্ডেশন

Tag: আধ্যাত্মিক কবিতা

অনুকাব্য – তোমারে ভালোবাসিবার সাধ

যদি নিশার শেষে, ভালোবেসে, সুর সাধো মোর গানে, আমিও সকল ছাড়ি, রইবো পড়ি, তোমার আলিঙ্গনে!

অনুকাব্য – এতো ভালোবাসি যারে

পূবালী বাতাস আনে শ্যামের সুবাস প্রিয়, নীলাম্বরী মেঘে সাদা পাল তুলে,, দোলে বন বনান্ত শ্যামল শিহরণে, মোর প্রিয়ার পরশ জাগে, মন্দির তলে।