লাবিব মাহফুজ
আবার উঠুক ডঙ্কা বেজে
আকাশ উঠুক আলোয় সেজে।
দিগন্তের ঐ দীপ্ত মশাল
আনুক আবার নিত্য সকাল
বাঁধ কোলাহল ভাঙ্গুক এবার
বাঁধন ভাঙ্গা লাজে!
ঐযে মিনার ধ্বনি, গেলো বেলা
কত নাম না জানা কাজে!
মুয়াজজিনের ডাক ভাসিছে কানে
ডাকছে তোমায় আলোর সন্নিধানে।
ঐ যে বন বাঁদাড়ে ফুটছে কলি
প্রভাত আলোয় পর্দা তুলি
ডাক পিয়নের ঝোলা দেখো
আকুল আহ্বানে!
কাল ঘুমে রয় মত্ত যে কাল
হারায় সে ফজরের কোরআনে।
আমার নিত্য পরাণ খানি
সাঁঝের ঘোমটা মাথায় সদা টানি!
অন্ধ আঁখি আঁধার ঘরে প্রাণ
এ যে প্রভাত আলোর হঠাৎ আগমন!
আজি খুলল আগল রূদ্ধ ঘরে
মুয়াজজিনের ধ্বনি!
আমি তাই চলেছি প্রভাত পানে
করতে আলোক শিশুর জয়ধ্বনি।
রচনাকাল – 26/01/2023