অনুকাব্য – তোমারে ভালোবাসিবার সাধ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
বাদল ধারায় প্রাণ ভেজালে অবশ করে কায়া,
তবু সরস তোমার ইন্দ্রজালে বাঁধা পড়ে মায়া!

2.
আমার তো নাই ঘরে ফেরার তাড়া
এবার ভিজবে এ প্রাণ, বাদল ধারায় হয়ে আপন হারা।

3.
এমনই করে মনে রেখো চিরকাল
রেখো সিক্ত করে ভালোবেসে,
এমনি চাহিও, প্রতি বাদল ধারায়
হয়তো দাড়াবো, তব দুয়ারে এসে!

4.
জানি প্রিয়া দিনটি আমার কাটবে চেয়ে ও রূপ, হায়-
আর কেনো গো দূরে থাকা আসো এবার নয়ন তারায়…

5.
যদি নিশার শেষে, ভালোবেসে
সুর সাধো মোর গানে,
আমিও সকল ছাড়ি, রইবো পড়ি
তোমার আলিঙ্গনে!

6.
জীবন প্রাণের রুধির ধারায়
সিক্ত যে আজ মরণ সুধায়,
মোর তিলে তিলে গড়ে তোলা জীবন প্রাসাদ –
ধুলায় লুটায়ে আজ,
লভিতেছি নব সাজ!

7.
মৃত্যুর দুয়ারে শুনেছি আমি
জীবনের আহ্বান।
আমৃত্যু তাই মরণ তৃষায়
ধ্বংসের পথে মুক্তির আশায়
বদ্ধ পথে সসীমতায় –
বাজাই নব প্রলয় বিশাণ।
জীবন থেকে তাই বারে বারে গাই
মৃত্যুর জয়গান!

8.
সাঁঝের মায়ারে বলেছি ডাকিয়া
গোধূলীল লাল রং ললাটে মাখিয়া,
এসো এসো মোর মরমও মন্দিরে –
হিয়ায় পুলক জাগে জোছনায়
তোমারই চরণের পরশে, ছোয়ায়
মুক্ত করুক প্রাণ, কালের বন্দীরে…

9.
তারে কোথা খুজে ফিরি
দৃষ্টি মেলিয়া বহুদূরে?
সেতো প্রেমোময়, সদা জেগে রয়
আমারই অন্তরে!
আমাতেই তার বসত প্রিয়
আমাতেই মাখামাখি!
আপনার পানে ফিরিয়া চাহিলে
তারে পাওয়া যায় সখি!!

10.
তোমারে ভালোবাসিবার সাধ
মিটিবে না প্রিয়-
এযে মোর শত জনমের চাওয়া,
এ যে অযুত তপস্যাবলে
একান্তে আপন করে-
হার মানা মোর পাওয়া!

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর