আপন ফাউন্ডেশন

অনুকাব্য – আমি মিলিব তোমা সনে

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
তব সুরে বাজে প্রিয়, মোর প্রাণ-বীণা,
তব চরণও ছন্দে, রহি প্রাণানন্দে, হে চিরচেনা।

2.
মোর পরানে হও অধিষ্ঠান, হে প্রভু হে নাথ
মোরে জ্যোতি দাও, দেখাও তব করুণার পথ।
মোর হৃদয় পদ্মে আসি নাচিও হে শ্যাম
ত্রিভঙ্গে মৃদঙ্গ তালে গাহিও অবিরাম ।
ধ্যানের মানস ধামেতে আমার, হে প্রভু হে নাথ
আমার হৃদয় দুয়ারে রেখো, তোমার স্বর্ণরথ।

3.
আমার জীবনও প্রভাতে দিও প্রিয় দিও
তব আশীষ ধারা,
আমার নয়নো পানে, হানো প্রেমোবান
মোরে করো দিশাহারা।
তব মোহনও বাঁশি প্রিয়, বাজাইও সদা
আমার নিকুঞ্জবনে,
সতত রহিও তুমি, এ হৃদি মাঝে জাগি
আমার জীবনে, মরণে।

4.
মোর চিত্ত, করো নিত্য
হে প্রাণ পরমতমস্ত,
দাও অনন্ত, বিভূতি মহত্ত্ব
দাও শাশ্বত সত্য।
দাও নির্ভয়, প্রাণে প্রাণময়
করুণাবারি অনিঃশেষ,
দাও শ্রীচরণ, মোর মরম কানন
লাবিবেরে কর তব দাস।

5.
দেখা দাও গো হে প্রাণনাথ
দেখা দাও আজ মোরে,
তব বাসনা-ই পূর্ণ হোক আজি
আমার মাঝে তুমি দেখো আপনারে।

6.
আমি মিলিব তোমা সনে
শত জন্মে, শত মরণে।
মোর বদ্ধ দেহমন, করিনু সমর্পণ
তব রাঙা শ্রীচরণে।
সকল ত্যাজি গো আসিবো ফিরে
শুধু তোমারি শরণে।

7.
মোর দেবালয়ে জ্বালাও তব
রূপের দেয়ালী,
মোর কনক কানন উজল করো
এ দেহপ্রাণ জ্বালি।
আমার হৃদয় ধামে জাগো প্রভু
নৃত্তরত ভাবোচ্ছ্বাসে,
কাঙাল বেশে, নাচবো আমি
জ্বেলে প্রাণে ভাব দীপালী।

8.
নামে যাহার এতো সুধা
না জানি তার রূপটি কেমন!
সে সুর সাগরে ভেসে বেড়ায়
রূপ সাগরে আসবে কখন?

9.
তব ত্রিভঙ্গিম মোহন বেশে, হৃদয়চারী
নিরূপম প্রেমও লীলায়, হে গিরীধারী
মাতাও মাতাও মোর প্রেমহীন মন
মোর হৃদি পুষ্পশয্যা মাঝে, করো আগমন –
মোরে পাগল করিও তব মুরলী ফুকারী
হে শ্যামগৌরাঙ্গ প্রভু, জগতের হরি…

10.
তব চরণে নূপুর হতে
ধরাধামে আমি, যাপি দিবাযামি
প্রতিক্ষণ, তনুমন, তোমাতে সমর্পিতে!
প্রভু, চাই তব চরণে নূপুর হতে!

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles